মানুষ কখনো একা থাকতে পারে না | অন্তর আলী _ Antor Ali

মানুষ কখনো একা থাকতে পারে না | অন্তর আলী _ Antor Ali
মানুষ কখনো একা থাকতে পারে না | অন্তর আলী _ Antor Ali

Written by Antor Ali 


 প্রত্যেক মানুষ-ই কখনো একা থাকে না বা থাকতে পারে না।  হয়তো সে কোনো মানুষের সাথে থাকবে।, নয়তো সে তার নিজ কল্পনাতে।


আমরা মানুষ  এমনভাবে তৈরি যে, আমরা সবসময় কিছু না কিছু ভাবছি বা অনুভব করছি। আমাদের মন সব সময়ই কিছু ভাবনা, স্মৃতি, বা কল্পনা নিয়ে ব্যস্ত। যা আমাদেরকে একাকীত্বের থেকে দূরে রাখে, একাকীত্ব থেকে রক্ষা করে।প্রকৃতপক্ষে, একাকীত্ব কখনোই সম্পূর্ণভাবে আসে না, কারণ মন সবসময়ই কোনো না কোনো সংযোগ বা সঙ্গ খুঁজে নেয়।


তাই, আমরা চাইলেও কখনোই পুরোপুরি একা হতে পারি না।