![]() |
| দুধের স্বাদ ঘোলে মেটানো |
সম্পর্কে জড়ানো খারাপ নয়, আবার সিঙ্গেল থাকাও মন্দ নয়। যে যেভাবে আছে, সে ঠিক সেখানেই নিজের স্বস্তি আর স্বাচ্ছন্দ্য খুঁজে যাচ্ছে। যৌথ জীবনে তো বটেই; আবার সিঙ্গেল থাকলেও আমার, আপনার পক্ষে চমৎকারভাবে জীবনকে গুছিয়ে নেওয়া সম্ভব। আর এর জন্য বফ/গফ এর একদম-ই প্রয়োজন নেই।
কিন্তু যদি থাকে, এমন একটা বন্ধু/বান্ধবী যার কাছে নিজের ডেইলি এক্টিভিটি, ভালো, মন্দ সব রকম কথা বলে নিজেকে হালকা, ফুরফুরে, হাস্যোজ্জ্বল মনে হয়। তাহলে, এটাই যথেষ্ট আমাদের সিঙ্গেলদের জন্য। যা অনেক টাই দুধের স্বাদ ঘোলে মেটানো-র মতো।
অর্থাৎ, বফ/গফ না বানিয়ে বন্ধু/বান্ধবী দিয়েই দিব্যি চালিয়ে যাওয়া এবং বফ/গফ এর পিছনে একগাদা সময় নষ্ট না করে নিজেদের ক্যারিয়ার বিল্ড-আপ-এ সর্বোচ্চ শ্রম, সময় দিয়ে চেষ্টা করা।
তবে, ঠিকঠাক একজন লাইফ পার্টনার আমাদের সবার-ই কাম্য। সেক্ষেত্রে, এই ডেইলি এক্টিভিটি শেয়ার করা বন্ধু/বান্ধবী লাইফ পার্টনার হিসেবে কখনোই মন্দ নয়।
আর যদি না-ই পাওয়া যায় এই ঠিকঠাক একজন লাইফ পার্টনার। তখন ঘাবড়ে যাওয়ার প্রয়োজন নেই বা হীনম্মন্যতায় ভোগারও কিছু নেই। বরং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো নিজের মনটাকে বোঝ দিতে হবে যে, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে, একলা চলো রে’।
[[ NB: It has been written by me in according to my opinion and it may also stand some controversy.]]

Comentarios: